নিবারণ রায়, ধুপগুড়িঃ বুধবার রাতে প্রবল বর্ষণের ফলে পূর্ব ডাউকিমারী এলাকায় ডায়না নদীর উপর তৈরি অস্থায়ী বাঁশের সেতুটি ভেঙে যায়। এই অস্থায়ী বাশের সেতুটি এখানকার মানুষের যাতায়াতের একমাত্র সম্বল কিন্তু ক্রমাগত বর্ষণের ফলে সেতুটি ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রবল সমস্যার সম্মুখীন হয়। স্থানীয়দের মতে, এই বাঁশের সেতু দিয়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজারের মত মানুষ চলাচল করে।
স্থানীয় বাসিন্দা সনজিৎ রায় জানান, “সেতুটি ভেঙে যাওয়ায় এলাকার মানুষেরা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা দ্রুত নিরসনের জন্য প্রশাসনকে অনুরোধ জানাই।”