সৌভিক দত্ত, ধূপগুড়ি: নির্বাচনের আগে শেষ রবিবারের জোর প্রচার বিজেপির। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিষ্ণুপদ রায়ের সমর্থনে ধূপগুড়ি বিজেপির ব্লক নেতৃত্ব থেকে শুরু করে টাউন নেতৃত্ববর্গ রবিবারের শেষ প্রচার সারলেন। এদিন ধূপগুড়ি পুরসভার ১৬ টি ওয়ার্ডের ট্যাবলো নিয়ে প্রচার করলো বিজেপি। বাইক, টোটো নিয়ে বাজনা বাজিয়ে প্রচার করা হয়। শহরের প্রতিটি ওয়ার্ডে প্রচার চালানো হয়।
বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, পুরসভার পাশাপাশি গ্রাম অঞ্চলেও জোড়কদমে প্রচার চলছে। তাদের বিশ্বাস আসন্ন বিধানসভা নির্বাচনে শুধুমাত্র ধূপগুড়ি পুরসভা নয় গ্রাম অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে জনগন বিজেপির পাশে আছে এবং থাকবে। তৃণমূলের চক্রান্ত মানুষ বুঝে গেছে। তারা নিশ্চিত জনগন চাইছে বাংলায় বিজেপি আসুক। আমরা বাংলার মানুষ এবারের নির্বাচনে বিজেপিকে বাংলার মসনদে বসাবো।