বিশেষ প্রতিনিধি, কলকাতা: করোনা ভাইরাসের প্রকোপে পিছিয়ে গেছে মাধ্যমিকের পরীক্ষা। এবার হয়তো পিছিয়ে যেতে চলেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও। মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা পিছিয়ে গেলে উচ্চ মাধ্যমিকও পিছিয়ে যেতে পারে। এমনই ইঙ্গিত মিলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের কথায়।
আর কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে পিছিয়ে গেছে। যদিও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার বলে জানা গেছে। সঙ্কটকালীন পরিস্থিতির কারণে উদ্বেগে রয়েছেন পড়ুয়া থেকে অভিভাবকগণ। উদ্বেগে রয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতিও। তিনি জানান, ‘পরীক্ষার্থীদের জীবনের থেকে অন্য কিছু মূল্যবান নয়। তবে পরীক্ষা পিছিয়ে গেলেও নিজের স্কুলেই সেই পরীক্ষা হবে। সংসদের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে।’
মাধ্যমিকের পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করছে রাজ্য সরকারের উপর। রাজ্যের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে নাকি পিছিয়ে যাবে। পরীক্ষার প্রস্তুতির বিষয়ে আলোচনা চলছে। আর মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেলে স্বাভাবিক ভাবেই পিছিয়ে যাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও।
প্রসঙ্গত, চলতি বছরের ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন কার্যত অসম্ভব বলে কর্তৃপক্ষের মত।