নিউজপিডিয়া ডেস্ক : প্রাক্তন বিগ বস প্রতিযোগী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিন্দুস্তানি বাউয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল। অনেকেই তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ এনেছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গণহারে রিপোর্ট পড়েছে।
অভিনেতা শশাঙ্ক আরোরা বৃহস্পতিবার টুইট করে জানান, এদিন তিনি ইনস্টাগ্রাম থেকে একটি নোটিফিকেশন পেয়েছেন। ঘৃণা ছড়ানোর জন্য তিনি এর আগে হিন্দুস্তানি বাউয়ের অ্যাকাউন্ট রিপোর্ট করেন। নোটিফিকেশনে বলা হয়, “হিন্দুস্তানি বাউয়ের অ্যাকাউন্ট রিপোর্ট করার জন্য ধন্যবাদ। আমরা এই অ্যাকাউন্ট ইতিমধ্যে সরিয়ে নিয়েছি। কারণ, এটা আমাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছে।”
✊🏼😘 pic.twitter.com/KiZkqnYER7
— Shashank Arora (@ShashankSArora) August 20, 2020
অনেক টুইটার ইউজার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
I can imagine #hindustanibhaubhau getting into his car right now & giving the choicest abuses to anti-national @instagram for suspending his account!
— Akash Banerjee (@TheDeshBhakt) August 20, 2020
But dont worry BhauBhau – @facebook has a long tradition of protecting hate peddlers & nation breakers. I know you will be back! pic.twitter.com/1Q5iIdUde2
১৮ অগাস্ট স্টান্ড আপ কমেডিয়ান তথা অ্যাক্টিভিস্ট কুণাল কামরা মুম্বাই পুলিশের কাছে হিন্দুস্তানি বাউয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। টুইট করে কুণাল জানান, প্রকাশ্যে হানাহানির ডাক দেওয়া অবশ্যই অপরাধ। জনতাকে ক্ষেপিয়ে তোলা ভীষণরকম ভীতিকর ব্যাপার।
HM @AnilDeshmukhNCP & @MumbaiPolice,
— Kunal Kamra (@kunalkamra88) August 18, 2020
Calling for open violence is a crime. This is a mob building & hate spreading excercise. This is deeply alarming. Could lead to violence & an artist not getting due process.
Remarks like “System side main”
are an insult to our constitution… pic.twitter.com/oeCfdGFRu5