নিউজপিডিয়া ডেস্ক: এক ভয়াবহ মর্মান্তিক ঘটনার সাক্ষি রইল মালদার ঘোরাপির এলাকা। বুধবার রাতে মালদার ঘোরাপির এলাকায় একটি টোটো তে মারাত্মক বিস্ফোরণ হয়। ছিন্নবিচ্ছিন্ন হয়ে পরে টোটো চালকের দেহ। মাথার খুলি ছিটকে গিয়ে রাস্তার পাশে এক বাড়ির টালির ছাদে গিয়ে পরে। হাড়হিম করা এই দৃশ্যে চক্ষু চড়কগাছ প্রত্যক্ষদর্শীদের।
জানা গিয়েছে, ওই টোটো তে কিছু ফাইবার ও কাঠের দরজা এবং কাঠ মিস্ত্রি যে সকল সামগ্রী ব্যবহার করে সেগুলি মজুত ছিল। হঠাৎ করে বাগবাড়ি স্ট্যান্ড থেকে কুড়ি কিমি দুরে রাজ্য সড়কের উপর ব্যাপক বিস্ফোরণ ঘটে। সেই দৃশ্য দেখে কার্যত আঁতকে ওঠে এলাকাবাসীরা। বিস্ফোরণের পর ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। পুলিশের প্রাথমিক অনুমান, টোটোর ব্যাটারি ফেটেই এরূপ বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মৃত টোটো চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।