নিউজপিডিয়া ডেস্ক: স্বাস্থ্যবিমা করা আছে এমন রোগীদের নগদ ছাড়াই করোনার চিকিৎসা পরিষেবা দিতে বাধ্য হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইনশিওরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।
সাম্প্রতিক সময়ে রোগীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, রোগীদের স্বাস্থ্যবিমা থাকা সত্ত্বেও কিছু হাসপাতাল নগদ ছাড়া করোনার চিকিৎসা করতে রাজি হয়নি। সেই প্রসঙ্গে আইআরডিএআই জানিয়েছে, যে সব হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট বিমা সংস্থার চুক্তি রয়েছে, তারা এই ব্যবস্থা মানতে বাধ্য থাকবে। সংগঠনটি জানিয়েছে, কিছু হাসপাতাল স্বাস্থ্যবিমা থাকা সত্ত্বেও রোগীর থেকে নগদ অর্থ জমা নেওয়ার অভিযোগ এসেছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সংস্থার ২০১৬ সালের ৩৩১ (ডি) ধারা অনুসারে সাধারণ ও স্বাস্থ্য বিমা সংস্থাগুলি অঞ্চল বিশেষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় যুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হবে। এই চুক্তির জেরে স্বাস্থ্যবিমা করা আছে এমন রোগীদের নগদ ছাড়াই চিকিৎসা পরিষেবা দিতে বাধ্য থাকবে প্রতিষ্ঠানগুলি, যার মধ্যে করোনাও অন্তর্ভুক্ত।
স্বাস্থ্যবিমা করা আছে এমন রোগীদের কোন হাসপাতাল যদি নগদ ছাড়া চিকিৎসা পরিষেবা দিতে না চাইলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে বলেছে আইআরডিএআই। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিমাকারীদের নগদ ছাড়া চিকিৎসা পরিষেবায় যুক্ত হাসপাতালগুলির তালিকাও দিতে বলেছে আইআরডিএআই।