
নিজস্ব প্রতিনিধি: বাংলার চার জেলা সহ, দেশের ১৭০টি জেলাকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করল কেন্দ্রীয় সরকার। তার মধ্যে পশ্চিমবঙ্গের, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উঃ ২৪ পরগনা জেলাকে করোনা হটস্পট বলে ঘোষণা করা হলো । এ বাংলায় নন হটস্পট হলেও আক্রান্তের হদিশ ৮ জেলায়। সেই জেলাগুলি হল জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পঃ বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা। সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় আরও কড়াকড়ি ব্যাবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ও রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক।