নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই আগুন লাগে আলিপুরের বেলভেডিয়ার রোডের ১০ তলা বিশিষ্ট এক আবাসনে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার বেলভেডিয়ার রোডের ওই বহুতলে আগুন লাগলে দ্রুততার সঙ্গে আবাসনের সকল বাসিন্দাদের বাইরে বার করে নিয়ে আসা হয়। তাদেরকে দ্রুত বাইরে আনার ফলেই বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এমন কথা জানিয়েছেন দমকলের আধিকারিকরা।
দ্রুত সেখানে পৌঁছে যায় দমকল বাহিনী। তাদের অক্লান্ত প্রচেষ্টায় প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগল কিভাবে, তার কারণ ইত্যাদি তথ্য অনুসন্ধানের জন্য পুলিশ ও দমকল তদন্ত শুরু করেছে।