নিউজপিডিয়া ডেস্ক: করোনা প্রতিরোধে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালে লকডাউন জারি হয়েছিল। আর তিনদিনের পরীক্ষা অবশিষ্ট ছিল। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, “বাকী বিষয়ের পরীক্ষা সম্পন্ন হওয়ার এক মাসের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের চেষ্টা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।”
একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী জানান, “যে পরীক্ষাগুলি সম্পন্ন হয়ে গিয়েছে, সেগুলির উত্তরপত্রের মূল্যায়ন হয়ে গেছে। এখন নম্বর সংগ্রহ করা হচ্ছে। তিনদিনের পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হবে।”
প্রতি বছর মে মাসের শেষ অথবা জুন মাসের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। তবে করোনা সঙ্কট পরিস্থিতির কারণে বর্তমান শিক্ষাবর্ষের কিছু পরীক্ষা স্থগিত হয়ে যায়। শেষ পর্যন্ত তিনদিনের পরীক্ষা বাকি থাকলেও পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি ক্রমশ জোরদার হয়েছে।
ইতিমধ্যে ১৫ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী ১০ জুন থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ খুলবে। তারপরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।” বর্তমানে দেশ ও রাজ্যে যেভাবে করোনা সঙ্কট বাড়ছে, তাতে করে এ বিষয়ে সংশয় দেখা দিয়েছে।
অপরদিকে সোমবার কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রক সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। এখন কেন্দ্রের ঘোষণার পাশাপাশি রাজ্যেও তৎপরতা শুরু করেছে।