নিউজপিডিয়া ডেস্ক: পূর্ব ভারতের রাজ্য অসমে গত মে মাস থেকে অতি বৃষ্টির জেরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। সেই বন্যায় শতাধিক ব্যক্তি মারা গিয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রায় ৫৬ লক্ষ।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ভয়াবহ বন্যায় ৩০টি জেলার মোট ৫৬,৭১,০১৮ জন ক্ষতিগ্রস্থ হয়েছে। মোট মৃতের সংখ্যা ১০২। পরিস্থিতি মোকাবেলায় ৬১৫টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। গোয়ালপারাতে ক্ষতিগ্রস্ত ৪.৭০ লক্ষ মানুষ। বরপেতায় ৩.৯৫ লক্ষ মানুষ ও মরিগাঁওয়ে ৩.৩৩ লক্ষ মানুষ বন্যায় আটকে পড়েছেন।
অসমের বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছেন, বরপেটা ও কোকরাঝাড়ে দুইজন করে ও একজন মরিগাঁওয়ে মারা গিয়েছেন।
অসম সরকার জানিয়েছে, বন্যায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভে মোট ১৩২টি প্রাণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৪টি গন্ডার, ৫টি বুনো মহিষ, ৮টি বুনো শুকর, ২টি জলাভূমির হরিণ, ৯৮টি হোগা হরিণ, ১টি সাম্বার, ৩টি তুষারপাত ও একটি পাইথন রয়েছে।
রবিবার জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর একটি দল আসামের বরপেটা জেলার দিঘিরপাম বাজারের বন্যাকবলিত এলাকা থেকে গ্রামবাসী ও পশুপাখিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছেন। শুধু চলতি বছরেই অসমের বিভিন্ন জেলাগুলি চতুর্থবারের মতো বন্যার কবলে পড়েছে।
অতি বৃষ্টির কারণে অসমে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, তেজপুর, গোয়ালপারা, নেমাতিঘাট। এছাড়াও ধুবড়ি, ধানশিড়ি, জিয়া, ভারালি, কোপিলি, বেকি ও কুশিয়ারা নদীও বহু জায়গায় বিপদসীমার ওপর দিয়ে বইছে।