সেলিম হাসান সিদ্দিকী: নাম পরিমল কাঁঞ্জি, ৫৬ ছুইছুই বয়স। অতি সাধারণ ব্যাক্তি কলকাতার বাসিন্দা। ছোটো থেকেই ভ্রমণ পিপাসু। স্বপ্ন ছিল গোটা ভারতবর্ষ ঘুরে দেখার, কিন্তু আর্থিক অনটনের জেরে স্বপ্ন পুরন হয়নি। সবকিছু চিন্তাভাবনা করেই বাড়িতে বসে ছিলেন কিন্ত তার স্বপ্ন বার বার যেন হাতছানি দিচ্ছিল তাই সাতপাঁচ না ভেবেই কলকাতা থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণের উদ্দেশ্যে। সঙ্গে ছিল জামা-কাপড় এবং কিছু শুকনো খাবার আর ছিল সমগ্র ভারতবর্ষের সীমানা ঘুরে দেখার ইচ্ছা। এই নিয়েই তিনি যাত্রা শুরু করেছিলেন চলতি বছর ১লা জানুয়ারি।
ইতিমধ্যে ওড়িশা,অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান,পাঞ্জাব অতিক্রম করে জম্মু ও শ্রীনগর পৌঁছান সাইকেল এ চেপেই। এখন তিনি লেহ-লাদাখ পেরিয়ে মানালির দিকে যাচ্ছেন বলে জানা গিয়েছে। তিনি হিমাচল, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, সমস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি পেরিয়ে অবশেষে কলকাতায় ফিরে আসবেন।
পরিমল বাবু জানান,“ সামর্থ নেই….পা তো আছে। ওনার এই অদম্য ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানিয়েছেন রাজ্যের বিভিন্ন ভ্রমণ কমিটি থেকে। তারা জানান, পরিমল কাঞ্জি কলকাতার ভ্রমণকারীদের জন্য সত্য একটি অনুপ্রেরণা।