নিউজপিডিয়া ডেস্কঃ ভোটের মুখে নানান চিত্র দেখা যাচ্ছে বঙ্গ রাজনীতিতে। কেউ হুঁশিয়ারি দিচ্ছে, কেউ প্রতিশ্রুতি, কেউ আবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে প্রতিপক্ষের দিকে, তো কেউ দুঃখ প্রকাশ করছে। কাঁথি উত্তরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সারাদিন মানুষের জন্য কাজ করি। মুখ্যমন্ত্রীর মতো কাজ করি না। চাকরের মতো পরিশ্রম করি। যাঁরা আমার নামে কুৎসা করে তাঁদের এগুলি জানা উচিত।”
নভেম্বরে দল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। আর আজ রবিবার দল ছাড়লেন শুভেন্দু পিতা শিশির অধিকারী। এরপরই ফের নাম না করে অধিকারী পরিবারকে নিশানা করে মমতা আক্ষেপের সুরে বলেন, “অনেক সম্মান করতাম। ভালোবাসতাম। বিশ্বাস ছিল। আমি যদিও সবাইকে গাধার মতো বেশি বিশ্বাস করি। পরে ভুল বুঝতে পারি। আমি হয়তো ঠকে যাই, কিন্তু এতে বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায়।” এরপরই তীব্র আক্রমন করে দলত্যাগীদের উদ্দেশ্যে বলেন, “গদ্দাররা গিয়েছে। ভালো করেছে। নাহলে আমরাই বের করে দিতাম। এখন আর কারও অনুমতি নিয়ে পূর্ব মেদিনীপুরে আসতে হবে না।”