
দি থার্ড আই ডেস্ক: করোনা অতিমারি তে স্তব্ধ পুরো বিশ্ব। অন্যান্য খেলাধুলার সাথে ক্রিকেটও বন্ধ। আর এই সময়কেই কাজে লাগিয়ে ‘ফিক্সার’রা বিভিন্ন নামি খেলোয়াড়দের সাথে যোগাযোগ স্থাপন করার কাজে সক্রিয় হয়ে উঠেছে। আইসিসির “অ্যান্টি কোরাপসন ইউনিট” এর প্রধান অ্যালেক্স মার্শাল এই কথা প্রকাশ করেছেন।
লকডাউনের সময় খেলোয়াড়রা বেশী সময় অতিবাহিত করছে সোসাল সাইটে। তাদের সাথে যোগাযোগ করার জন্য এই সুযোগকে কাজে লাগাচ্ছে ফিক্সাররা। খেলোয়াড়দের আয় বন্ধ থাকার কারণে সহজে তাঁদের ফাঁদে পা দেওয়ার সুযোগ বেড়ে যাচ্ছে।
“আমরা জানতে পেরেছি কিছু জানা দুর্নীতিবাজ এই সময় খেলোয়াড়দের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যাতে ভবিষ্যতে তারা বেটিং বা ফিক্সিংয়ে সফল হতে পারে” – দ্য গার্ডিয়ান কে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলি বলেছেন মার্শাল। তিনি আরও জানান, “পুরো বিশ্বে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ক্রিকেট বন্ধ থাকলেও ফিক্সাররা কিন্তু সক্রিয় আছে।”
আইসিসি প্রধান জানিয়েছেন যে ব্যাপারটি নিয়ে আইসিসি নজরদারি চালাচ্ছে। বিভিন্ন দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা ও খেলোয়াড়দের জানানো হয়েছে বিষয়টি। খেলোয়াড়রা ফিক্সারদের ফাঁদে পা না দিয়ে সঠিক পথেই থাকবে বলে তিনি আশাবাদী।