
দি থার্ড আই ডেস্ক: করোনা যুগে ক্রমশই খসে খসে পড়ছে নক্ষত্ররা। গতকাল আমরা দেখি তারকা ইরফান খান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন তারাদের দেশে। আজ চলে গেলেন আর এক তারকা ঋষি কপুর। শুধু এখানেই শেয নয়, আজ আরও একটি মন খারাপ করা খবর উঠে আসল।
আমরা যারা খেলাধূলার সঙ্গে জড়িত, খেলতে ভালোবাসি, খেলা দেখতে ভালোবাসি, তারা প্রত্যেকেই কমবেশি চুনী গোস্বামীকে চিনি। তবুও কে এই চুনী গোস্বামী তা একটু বলে নেওয়া দরকার। ইনি হলেন একজন বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়ার।যার আসল নাম সুবিমল গোস্বামী হলেও চুনী গোস্বামী নামেই এনার সর্বাধিক পরিচিতি। চুনী গোস্বামীর খেলা শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই সীমিত ছিল না, ভারতের জাতীয় দলের এক বিরাজমান খেলোয়ার হিসাবেও তার সমান দক্ষতা ছিল।
ফুটবলের পাশাপাশি ক্রিকেট খেলাতেও চুনি গোস্বামী সমান পারদর্শী ছিলেন। এককথায় বাল্যকাল থেকেই খেলাধূলা নিয়ে বৃহত্তর স্বপ্ন দেখেছিলেন তিনি। এই মহান খেলোয়ার একদা ক্রিকেটে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন রনজি ট্রফিতে। তাঁর সেই অধিনায়কত্ব প্রশংসা কুঁড়িয়েছিল বাংলার ঘরে ঘরে।
এই মহান খেলোয়ার নিজের দক্ষতায় একাধিক পুরস্কার অর্জন করে নিয়েছিলেন। ১৯৬৩ খ্রিস্টাব্দে ইনি অর্জুন পুরস্কারের মর্যাদায় ভূষিত হন। সেইসঙ্গে ১৯৮৩ সালে পদ্মশ্রী পুরস্কারের প্রাপক ছিলেন এই চুনি গোস্বামী। এমনকি ২০০৫ সালে মোহনবাগান রত্নও পান এই মহান খেলোয়ার।
আজ এই মহান খেলোয়ারের চলে যাওয়াতে শোকাকুলে আচ্ছন্ন বাঙালি তথা পশ্চিমবঙ্গের বাসিন্দারা।