
দ্য থার্ড আই ডেস্ক: ভাষার মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে থাকে। বিশ্বে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষা ব্যবহৃত হয়। বিদেশ যাত্রায় প্রয়োজন পড়ে সেই ভাষা জানার। তেমনই বিদেশি ভাষা শিখলে যেমন কাজের পরিধি, সুযোগ বৃদ্ধি পায়, বাড়ে কমিউনিকেশন স্কিল। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সেই সুযোগ এনে দিল। লকডাউনে ঘরবন্দি থেকেই বিদেশি ভাষা শেখা যাবে। তাই বিদেশি ভাষা শেখার নতুন কোর্স চালু করেছে ‘ইগনু’ নিজস্ব রেডিও চ্যানেলের মাধ্যমে।
কোরিয়ান ও ফারসি, আপাতত এই দুটি ভাষা শেখানো শুরু হয়েছে ইগনু’র নিজস্ব রেডিও চ্যানেল ‘জ্ঞান বাণী’ তে। চ্যানেলের ম্যানেজার মনোজ কুমার সিং জানিয়েছেন, ১লা মে থেকে ভাষা শিক্ষার অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছে।
জ্ঞান বানী এফ এম-এ ১০৫.৬ মেগা হার্টজে ভাষা শিক্ষার এই অনুষ্ঠান শোনা যাবে। অনুষ্ঠান চলবে প্রতিদিন সকাল ৯ টা থেকে ৯.৩০ মিনিট পর্যন্ত। আধ ঘন্টার এই অনুষ্ঠানটি জ্ঞান বাণী অ্যাপ ডাউনলোড করে মোবাইলেও এই অনুষ্ঠান শোনা যাবে।
প্রসঙ্গত দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ছাড়াও চিনের অন্যতম সরকারি ভাষা হিসেবে কোরিয়ান ভাষা স্বীকৃত। অন্যদিকে ইরান, তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তানে ফারসি ভাষা ব্যবহৃত হয়।