নিউজপিডিয়া ডেস্ক : করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ঠিকমতো মানা হচ্ছে কি না তার ওপর নজরদারি চালানোর জন্য অত্যাধুনিক যন্ত্র তৈরি করলেন আইআইটি খড়্গপুর। প্রতিষ্ঠানটির ২ বাঙালি গবেষকের তৈরি যন্ত্রটি কোথাও সামাজিক দূরত্ব বিধি মানা না হলেই বাজতে থাকবে অ্যালার্ম। যন্ত্রটি সঙ্গে সঙ্গে সেখানকার ছবিও পৌঁছে দেবে পুলিশ ও প্রশাসনের কাছে।
করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের একমাত্র মোক্ষম হাতিয়ার হল সামাজিক দূরত্ব মেনে চলা। তবে ভারতের মতো জনবহুল দেশে সেই বিধি বজায় রাখা এক চ্যালেঞ্জিং বিষয়। এবার প্রযুক্তির দ্বারাই সেই প্রতিবন্ধকতা জয় করতে নতুন যন্ত্রের উদ্ভাবন করলেন আইআইটি খড়্গপুরের গবেষকরা।
আইআইটির সেই দুই বাঙালি গবেষক দেবাশিস চক্রবর্তী ও আদিত্য বন্দ্যোপাধ্যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে নামমাত্র খরচে তৈরি করেছেন যন্ত্রটি। যন্ত্রটি বাজার, রাস্তাঘাটের মতো খোলামেলা স্থানে সামাজিক দূরত্ব ঠিকভাবে মানা হচ্ছে কি না তা অফিসে বসেই জানতে পারবেন আধিকারিকরা। সেখানকার ছবিও পৌঁছে যাবে পুলিশের হাতে। সেই সঙ্গে কোথাও সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘিত হলেই যন্ত্রে থাকা সাইরেন বেজে উঠবে।
গবেষকরা জানিয়েছে, “স্বাস্থ্য দফতরের নির্দেশ মতই যন্ত্রটিতে সামাজিক দূরত্বের পরিমাপ দেওয়া হয়েছে। কোথাও সেই দূরত্ব অমান্য হলেই জানিয়ে দেবে যন্ত্রটি।”
করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সামাজিক দূরত্বও মেনে চলা জরুরি। এই যন্ত্র আবিষ্কারের গেলে সেই বিধি মান্য করাতে আরও সহজ হবে প্রশাসনের।