নিউজপিডিয়া ডেস্ক, ৩১ জুলাইঃ শনিবার ভারতে ঈদুল আজহা পালন করা হবে। এবার করোনা আবহে ঈদগাহে বেশি মানুষ যাতে জমায়েত না করে সেব্যাপারে মুসলিম ধর্মালম্বীদের আহ্বান জানালো ইমাম সংগঠন। মুর্শিদাবাদ জেলা ইমাম মাওলানা নিজামুদ্দিন জানিয়েছেন, ঈদুল আজহার নামাজ বিগত ঈদুল ফিতরের মতো ছােট ছােট জমায়েত করে পড়ুন। ঈদগাহে বড় জমায়েত না করার ব্যাপারে তারা নির্দেশ দিয়েছেন।
সেই সঙ্গে, ঈদের নামাজের সময় ও পশু জবাই করার ছবি তুলে সােস্যাল মিডিয়ায় আপলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তার উপর কুরবানী না করারও পরামর্শ দিয়েছেন ইমাম। স্বাস্থ্যবিধি মেনে সকলকে চলাফেরা করারও আহবান জানানো হয়।