নিউজপিডিয়া ডেস্ক: আগামী কয়েক ঘন্টার মধ্যে বাংলার দক্ষিণের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। তবে শুক্রবার থেকে আকাশ ক্রমশ পরিচ্ছন্ন হয়ে যাবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। সেই কারণে বুধবার দুপুরের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর প্রায় ১২টা থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঝোড়া হাওয়াও হওয়ারও সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকায় আগামী বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আরও বলা হয়েছে যে, নিম্নচাপটি পশ্চিমের দিকে অগ্রসর হয়ে রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই নিম্নচাপের ফলে উত্তর বঙ্গোপসাগরে বাতাসের বেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার বা তারও বেশি থাকতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতেও ঝোড়ো হাওয়া বইবে। সেই কারণে আজ ও আগামিকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।