নিউজপিডিয়া ডেস্ক, ১৮ জুনঃ চিনা হামলায় ভারতীয় সেনাদের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। দেশের বিভিন্ন জায়গায় চিনা রাষ্ট্রনায়কের মুন্ডুপাত চলছে। সোশ্যাল মিডিয়ায় একদল মানুষ চিনা সামগ্রী বয়কটের ডাক দিয়েছেন। সেই সঙ্গে অনেকে রাস্তায় নেমে চিনে তৈরি টর্জ লাইট, চার্জার, টিভি সহ অন্যান্য গেরস্থালী জিনিসপত্র আগুনে পোড়াচ্ছেন। তবে এমনই এক প্রতিবাদ সভায় ঘটলো উদ্ভট কাণ্ড। পশ্চিমবঙ্গের আসানসোলে বিজেপির তরফে এরকম এক কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় বিজেপি নেতা ক্যামেরার সামনে দাবি করেন, তাঁরা কিম জিং উনের কুশপুতুল দাহ করছেন। আসলে তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকেই বানিয়ে তুলেছেন চিনের প্রধানমন্ত্রী। তিনি ভুলেই গিয়েছেন চিনা রাষ্ট্রপতি শি জিন পিংয়ের নাম। তাই বয়কট চিন বিক্ষোভে পোড়ানো হয়েছে উত্তর কোরিয়ায় প্রেসিডেন্ট কিম জং উনের কুশপুতুল। বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় হাসির রোল পড়ে গিয়েছে। টুইটারে ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা ব্যঙ্গাত্মক কমেন্ট করেই চলেছেন।
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
— Lavanya Ballal | ಲಾವಣ್ಯ ಬಲ್ಲಾಳ್ (@LavanyaBallal) June 18, 2020