নিউজপিডিয়া ডেস্ক: আসামের অর্থমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা আজ ঘোষণা করেছেন যে, প্রতিটি মেয়ে শিক্ষার্থী যারা রাজ্য পরিচালিত ক্লাস ১২ পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেছে, তাদের রাজ্য সরকারের ‘প্রগিয়ান ভারতী’ পরিকল্পনার অধীনে একটি করে স্কুটারকে দেওয়া হবে। মন্ত্রী জানান “মোট ২২,০০০ ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে নিজের ডিগ্রি অর্জন করেছে এবং আমরা এখন তাদের প্রত্যেকের মধ্যে স্কুটার দেব যাতে তারা নিজ নিজ কলেজে সহজে যাতায়াত করতে পারে”।
অর্থমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মার মতে, মেধাবী মেয়ে শিক্ষার্থীদের স্কুটি দেওয়া হবে আর প্রতিটি স্কুটি প্রায় ৫০,০০০-৫৫,০০০ টাকা খরচ পড়বে। শর্মা আরও জানিয়েছেন যে, স্কুটি গুলো ১৫ই অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের কাছে পৌছে দেওয়া হবে। মন্ত্রী এই ব্যাওয়ারে একটি ওয়েবসাইট (SEBAONLINE.ORG) ঘোষণা করেছেন, যেখানে শিক্ষার্থীরা বৈদ্যুতিক স্কুটি গুলি বা প্রচলিত স্কুটিগুলি বেছে নেবে কিনা তা নিজের ইচ্ছে মত পছন্দ করতে পারে। “যদি তারা স্কুটি টাইপ বেছে নেওয়ার জন্য ওয়েবসাইটটিতে লগ ইন না করে তবে আমরা মনে করব যে তারা বিনামূল্যে স্কুটির জন্য সেটাই নির্বাচন করছে। সেই সাথে সাথে তারা অন্তত ৩ বছরে আগে এই স্কুটি গুলো বিক্রি করতে পারবে না”, বলে জানিয়েছেন তিনি। শর্মা আরও জানান, রাজ্য সরকার স্কুটি দিবে তবে যানবাহন বা হেলমেট নিবন্ধন করার জন্য খরচ প্রদান করবে না।