নিজস্ব সংবাদদাতা,কোচবিহার: গোটা বিশ্বে ত্রাস করা মারণ ভাইরাস করোনা ক্রমশ নিজের আধিপত্য বিস্তার করে চলছে কোচবিহার জেলায়। আজকে ফের জেলায় ২০ জনের শরীরে মিলল এই মারণ ভাইরাসের হদিস। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯৭। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। মোট অ্যাক্টিভ কেস ১০৭ টি।
এদিন জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন, জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে কোচবিহার সদরের ১৫, মাথাভাঙ্গা মহকুমার ৩, তুফানগঞ্জ ও মেখলিগঞ্জ মহকুমার একজন করে রয়েছে। তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে ৬ জন বাইরের থেকে এই জেলায় এসেছে।
প্রসঙ্গত, গতকাল রাতে কোচবিহার জেলায় কোন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে ৪১ গিয়ে দাঁড়িয়েছে। যার মধ্যে কোচবিহার সদরে ২৪ টি এবং দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ ও তুফানগঞ্জ মহকুমায় বাকি কোন্টেনমেন্ট জোন গুলি রয়েছে।