নিজস্ব সংবাদদাতা,কোচবিহার: জেলায় বাড়ছে করোনা সংক্রমণ! থামছে না এই মারণ ভাইরাসের প্রকোপ। প্রায় প্রতিদিনই জেলায় নতুন করে আক্রান্তের হদিস মিলছে। ফের কোচবিহার জেলার দিনহাটা মহকুমায় নতুন করে আক্রান্তের হদিস। এদিন দিনহাটা মহকুমায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন। জানা গিয়েছে আক্রান্ত প্রত্যকেই দিনহাটা মহকুমার ২ নং ব্লকের বাসিন্দা। এনিয়ে দিনহাটা মহকুমায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২১২।
এদিন জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন, জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন। তারা প্রত্যকেই দিনহাটা ২ ব্লকের বাসিন্দা। তবে তারা ভিন্ন রাজ্যে থেকে ফিরেছে নাকি তা এখনও জানা যায়নি।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭২। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৮। মোট অ্যাক্টিভ কেস ৬৬। প্রত্যকেই চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই জেলায় শুরু হয়েছে কড়া লকডাউন। যদিও আজ তার প্রভাব না পড়লেও আগামীকাল থেকে এই লকডাউনের প্রভাব পড়বে বলে দাবি একাংশের।