নিউজপিডিয়া ডেস্ক: করোনার কড়াল গ্রাসে কোচবিহারে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। জেলায় প্রতিদিনই নতুন করে মিলছে করোনা সংক্রমণের হদিস। গতকালের ৩০ পর আজ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত ২৩ । যার মধ্যে কোচবিহার সদরের ১৪, তুফানগঞ্জের ৮, দিনহাটার ১ জন রয়েছেন বুলে প্রশাসন সূত্রে খবর।
এনিয়ে কোচবিহার শহরের মোট সংক্রমণের সংখ্যা বেড়ে ১ হাজার ৩১৪। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬ জন। মোট অ্যাক্টিভ কেস ৩০৮।
সাম্প্রতি, কোচবিহার জেলায় কিছুতেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। প্রতিদিনই বহু সংখ্যক মানুষের করোনা পজিটিভ ধরা পড়ছে। জেলার বাসিন্দাদের একাংশ দাবি, মনে হচ্ছে কোচবিহারে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। তবে এবিষয়ে জেলা শাসক জানিয়ে দিয়েছেন যে কোচবিহার জেলায় এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি।