নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: আজ লকডাউনের প্রথম দিনে নতুন করে কোচবিহারে আরও ৩৯জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কোচবিহার সদরে ১৭জন, মাথাভাঙায় ১২জন, দিনহাটায় ৬জন, মেখলিগঞ্জে ২জন এবং তুফানগঞ্জে ১জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি করোনা মুক্ত হয়েছেন ২৯জন।
এনিয়ে কোচবিহার জেলায় মোট করোনা আক্রান্ত ১৬৭৬ জন। করোনা মুক্ত হয়েছেন ১৩৯২ জন। এই মুহূর্তে জেলায় এক্টিভ কেস ২৮৪ জন। গতকাল পর্যন্ত জেলায় কন্টেনমেন্ট জোন ২১২টি এলাকায়।
গোটা রাজ্যের সাথে এদিন কোচবিহারেও দুদিনের লকডাউন শুরু হয়। প্রথম দিনই পুলিশ প্রশাসন রাস্তায় নেমে সাধারণ নাগরিকদের লকডাউন মানাতে তৎপর হন। কোচবিহার শহরে খোদ সদর মহকুমা শাসক সঞ্জয় পালকে লাঠি হাতে মানুষকে ঘর মুখো করতে দেখা যায়। বিশেষজ্ঞরা মনে করছেন দুদিনের এই লকডাউন ঠিকঠাক হলে আগামী দিনে আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমবে।