নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: রোজই করোনা করাল গ্রাসে ক্রমশ গিলছে কোচবিহার জেলাকে। দিন দিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালের পর আবারও আজ ৪৪ জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিস মিলেছে। যার মধ্যে কোচবিহার সদরের ১০, দিনহাটার ১৮, মেখলিগঞ্জের ১৫ এবং মাথাভাঙার ১ জন রয়েছেন বলে জানা গিয়েছে।
এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যাটা বেড়ে ১১৯২ তে গিয়ে দাঁড়াল। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯০ জন। মোট অ্যাক্টিভ কেস ৩০২। মৃত্যু হয়েছে ১ জনের।
সাম্প্রতি, লকডাউন চলাকালীন জেলায় প্রতিদিনই সংক্রমণের হদিস মিলায় ক্রমশ চিন্তিত প্রশাসনিক মহল থেকে শুরু করে জেলাবাসী। যদিও আজ থেকে জেলাজুড়ে কন্টেনমেন্ট জোন গুলি ছাড়া কোন এলাকায় লকডাউন কার্যকর হবে না। তবে প্রতিদিনই এই ভাবে সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়া গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা রয়েছেন বলে দাবি একাংশের।
ইতিমধ্যেই কোচবিহার পুরসভা এলাকায় ঘোষিত কন্টেনমেন্ট জোন সময়সীমা শেষ হয়ে গিয়েছে বলেও গতকাল রাতে জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন। রাজ্য সরকার গোটা রাজ্যে ৫ আগস্ট ও ৮ আগস্ট লকডাউন ঘোষণা করে। এর মঝে দুদিন অর্থাৎ ৬ ও ৭ আগস্ট কোচবিহার জেলা জুড়ে লকডাউন ঘোষণা করা হয়। ফলে টানা ৪ দিন লকডাউন চলে কোচবিহারে। এদিন সেই লকডাউনের দিন শেষ হয়ে যাওয়ায় আজ থেকে কোচবিহারে দোকানপাট ও যানবাহন খুলে যাবে বলে জানা গিয়েছে।