নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : লকডাউনের মাঝে গরিব মানুষ যাতে অভুক্ত না থাকেন এ ব্যাপারে উদ্যোগী হলেন কোচবিহারের কয়েকজন যুবক। বৃহস্পতিবার দুপুরে তাঁরা হরিণচওড়া সংলগ্ন এলাকায় সমাজের প্রান্তিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিলি করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা খাদ্যসামগ্রী নেওয়ার আগে ও পরে স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করেন। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, এদিন এলাকার ২০ টি পরিবারকে চাল, আলু, তেল, সয়াবিন ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।
গত একমাস ধরে শহরের বিভিন্ন স্থানে তারা মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছেন। শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তথা এই আয়োজনের উদ্যোক্তা অভিজিৎ দাস বলেন, “আমরা প্রতি সপ্তাহে এরকম কর্মসূচি আয়োজন করি। আমাদের সাধ্যমতো গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি। আশা রাখছি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন”। আর এক উদ্যোক্তা তীর্থঙ্কর চক্রবর্তী বলেন, ” আগামী রবিবারও আরো বড়ো আকারে এই কর্মসূচির আয়োজন করতে চলেছি। শহরের বিভিন্ন প্রান্তের প্রায় ১৫০ পরিবারের কাছে খাদ্যসামগ্রী বিলির পরিকল্পনা নিয়েছি।”