ফিরোজ হক্, মেটেলী: কিছুদিন পূর্বে মেটেলীর কলাবাড়ি বস্তিতে করোনা পজিটিভের হদিশ পাওয়া যায়। যদিও বুধবারের রিপোর্টে ওই ব্যক্তির দ্বিতীয় টেস্টে রিপোর্ট নেগেটিভ আসে। তবুও মেটেলীবাসির আতঙ্ক কমেনি। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য মোনালিসা দাস।
বৃহস্পতিবার তিনি নিজ উদ্যোগে কলাবাড়ি বস্তিতে জীবাণুনাশক স্প্রে করিয়েছেন। এইদিন করোনার হদিশ পাওয়া ব্যক্তির বাড়ি থেকে শুরু করে সমগ্র কলাবাড়ি বস্তিতে স্যানিটাইজ করা হয়। স্যানিটাইজ করার সময় উপস্থিত ছিলেন মলয় চৌধুরি, সমীরণ দে সহ আরও অনেকে।