আব্দুল ওহাব, গাজোল: গাজোল ব্লকের আনন্দপল্লী এলাকায় এক পাগলা ষাঁড় কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকার গ্রামবাসীর মধ্যে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় কোথা থেকে একটি পাগলা ষাঁড় গ্রামে প্রবেশ করে, তান্ডব চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক মাস ধরে গ্ৰামের মধ্যে। এর পর আনন্দ পল্লীর গ্রামের দুই বাসিন্দাকে শিং এর খুঁত মেরে গুরুতর আহত করে, তাদেরকে তড়িঘড়ি চিকিৎসালয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করেন। ভাগ্যক্রমে বেঁচে যান ওই দুই ব্যাক্তি।
এ নিয়ে গ্রামবাসীরা জানান যে পাগলা ষাঁড়টি কে মালদা জেলা বনদপ্তর সরকার থেকে পদক্ষেপ নিলে ষাঁড় টিকে ধরে নিয়ে গেলে ভালো হতো, তাহলে নিশ্চিন্তে ও ভালো ভাবে বসবাস করতে পারতাম ও কোন ভয় থাকতো না বলে গ্রামবাসীরা জানান।