শচীন দাস, ইসলামপুর: ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লো সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। অভিযোগ, গত কয়েকদিন ধরে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, ভ্যাকসিন নিতে এসে ভ্যাকসিন না পেয়েই ঘুরে যাচ্ছেন তারা। কেউ প্রথম ডোজের জন্য আবার কেউ আবার দ্বিতীয় ডোজের জন্য সমস্যায় পড়ছেন। ভ্যাকসিন না মেলায় অনেকে বাইরে কাজে যেতে পারছেন না বলেও অভিযোগ করছেন অনেকেই। গোটা ঘটনাকে ঘিরে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখতে শুরু করেন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর থানার পুলিশ।