নিজস্ব সংবাদদাতা,কোচবিহার: ফের জেলা প্রশাসনের ৫ আধিকারিক সহ কোচবিহারে নতুন করে করোনা আক্রান্ত ৮। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪৬। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩১ জন। মোট অ্যাক্টিভ কেস ১৫।
করোনা আপডেট নিয়ে এদিন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন, ‘জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮ জন। যার মধ্যে কোচবিহার সদর ৫ ও দিনহাটা মহকুমার তিনজন বাসিন্দা রয়েছে বলে তিনি জানিয়েছেন।’ এদিন তিনি আরও জানান, কোচবিহার সদরে আক্রান্ত পাঁচজন প্রশাসনের আধিকারিক তারা প্রত্যেকে কোভিড ডিউটিতে কর্মরত ছিলেন। এ খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা জেলা জুড়ে। প্রায় তিন ঘন্টা স্যানিটেশন করা হয় জেলা প্রশাসনের অফিস।
পাশাপাশি এদিন ১৩৫ টি রিপোর্ট নেগেটিভ এসেছে বলে তিনি জানিয়েছেন।