বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি : হলদিবাড়ি ব্লকের হেমকুমারী অঞ্চলের ২২৭নং বুথের ৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দান করে।এবং সোমবার নবাগত দের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। উপস্থিত ছিলেন হেমকুমারী অঞ্চলের সভাপতি সুভাষচন্দ্র রায়। এবিষয়ে বিজেপির হলদিবাড়ি সহ দক্ষিণ মন্ডলের সভাপতি প্রভাত চন্দ্র রায় বলেন,”তাঁরা কেউ আমাদের দলের কর্মী ছিলেন না।”