নিউজপিডিয়া ডেস্ক: শনিবার রাতে মধ্যপ্রদেশে আম বহনকারী একটি ট্রাক উল্টে মৃত্যু হয়েছে ৫ জনের আহত হয়েছেন ১১ জন। আহতের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার রাতে মধ্যপ্রদেশের নরসিংহপুরের পাথা গ্রামের নিকটে আম ভর্তি ট্রাকটি উলটে যায়। আম ভর্তি থাকা ট্রাকটি হায়দরাবাদ থেকে আগ্রার দিকে যাচ্ছিল। নরসিংহপুরের জেলাশাসক দীপক সাক্সেনা বলেন, ”আম বোঝায় গাড়িটিতে মোট ১৮ জন ছিলেন। নরসিংহপুরের পাথা গ্রামের কাছে ট্রাকটি উল্টে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন।’
আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তাদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় জব্বলপুরে নিয়ে যাওয়া হয়েছে। সিভিল সার্জেন অনিতা আগরওয়াল জানিয়েছেন, ”২ জনকে জব্বলপুরে স্থানান্তর করা হয়েছে। তাদের একজনের চোয়াল ভেঙে গেছে এবং অপরজন মাথায় চোট পেয়েছে। একজনের জ্বর সর্দি, কাশি থাকায় সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে মৃত ব্যক্তিদেরও নমুনা নেওয়া হয়েছে।”