নিউজপিডিয়া ডেস্কঃ মধ্যপ্রদেশে আলিরাজাপুর জেলার একটি গ্রামে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছে ২১ বছরের এক যুবক। তারপর সেই ধর্ষিতা ও অভিযুক্তকে দড়িতে বেঁধে একসঙ্গে ঘোরানো হলো গ্রাম। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। যা দেখে তাজ্জব নেটিজেনরা।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ধর্ষিতা ও অভিযুক্তকে মারধর করা হচ্ছে। আর পাশ থেকে ধ্বনি উঠছে ‘ভারত মাতাকি জয়’। এই ঘটনার খবর পেয়েই জোবাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যে গ্রামে ঘটনাটি ঘটেছে সেটা জোবাট থানার অন্তর্ভুক্ত। এই ঘটনায় ধর্ষণে অভিযুক্তের পাশাপাশি পাঁচ গ্রামবাসীকেও গ্রেপ্তার করা হয়। মেয়েটির পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার দিলীপ সিং বিলওয়াল জানিয়েছেন নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে দুটি মামলা করা হয়েছে। প্রথমটি ধর্ষণে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। ধর্ষণে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ও শিশু যৌন নিগ্রহ রোধ আইনের (পকসো) বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে। এবং দ্বিতীয়টি মেয়েটির পরিবারের লোকজনও গ্রামবাসীর বিরুদ্ধে করা হয়েছে। মেয়েটির পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৩৫৫, ৩২৩, ৩৪২ধারায় মামলা দায়ের করা হয়েছে।