মালদায় বিভিন্ন দল ছেড়ে ৫০০টি পরিবার তৃণমূলে যোগ দিলেন
নিজস্ব প্রতিনিধি, মালদা: জেলায় জেলায় দলবদলের হিরিক পড়ে গেছে, এবার মালদা জেলার মালতীপুর বিধানসভার বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।
এই দলে যোগদান কর্মসূচীর ব্যাপারে প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সী মহাশয় জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের সাথে শামিল হতে মালতিপুর বিধানসভা কেন্দ্রের ক্ষেমপুর অঞ্চলের বাবুপাড়া, পরানপুর, ও মহিষ চন্ডিপুর গ্রাম থেকে বিজেপি, কংগ্রেস, সিপিএম, আরএসপি দল থেকে প্রায় ৫০০টি পরিবার আজকে তৃণমূলে যোগ দিলেন।’
প্রাক্তন বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সী মহাশয় এই সভায় উপস্থিত ছিলেন সেই সাথে ব্লক সভাপতি মাননীয় হবিবুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল মহাশয় উপস্থিত ছিলেন এছাড়াও, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এবং ব্লক নেতৃত্ব।