বিশেষ প্রতিনিধি: শনিবার মুর্শিদাবাদে নতুন করে করোনা আক্রান্তের হদিস মিলল। মোট ৫ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫।
সূত্রের খবর, সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদে আরও ৫ জনের নতুন করে মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক। শনিবারই তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের সকলকেই করোনার চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, দিন কয়েক আগে ওরা ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে আসে। আক্রান্তদের ৪ জন ফারাক্কার বাসিন্দা। তারা মহারাষ্ট্র থেকে ফিরে আসে। জেলার অপর করোনা আক্রান্তের বাড়ি লালগোলা ব্লকের বিরামপুরে গ্রামে। যিনি চেন্নাইয়ে কাজ করতেন।
উল্লেখ্য চতুর্থ দফার লকডাউনে কিছু শিথিলতা দেওয়ায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শেষ দুই দিনে দেশে রেকর্ড পরিমাণে ৬ হাজারেরও অধিক করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে জেলার কোন কোন অঞ্চলের মানুষজন মনে করছেন, ভিনরাজ্য থেকে পরিযায়ীদের আগমনের পরেই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারই জেরে কোন কোন এলাকার বাসিন্দারা করোনা রুখতে লকডাউন কঠোরভাবে জারি করার পক্ষপাতী।