নিউজপিডিয়া ডেস্কঃ আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে চলেছে বঙ্গের ভোট। প্রার্থী তালিকা প্রকাশ হওয়া মাত্রই প্রচারে বেরিয়ে পড়েছেন প্রার্থীরা। চলছে জনসংযোগ তৈরির চেষ্টাও। তবে নন্দীগ্রামে বুধবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ভেটুরিয়া এলাকায় প্রবেশের মুখেই আটকে দেওয়া হয়। এরপর ঝাঁটা, জুতো নিয়ে শুভেন্দু বিরোধী স্লোগান ও বিক্ষোভ চালাতে থাকেন এলাকার মহিলারা। পিছন থেকে স্থানীয় পুরুষেরাও তাতে সমর্থন দেন। তাঁরাও শুভেন্দু বিরোধী স্লোগান দিতে থাকেন। “চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা” স্লোগান শোনা যায় এদিন। পরে পুলিশের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার পর বেশ অস্বস্তিতে পড়েন শুভেন্দু ও তাঁর কর্মী সমর্থকেরা। যদিও বিজেপির দাবি, এই পুরো ঘটনার পিছনে তৃণমূল রয়েছে। তবে রাজ্যের শাসক দলের তরফ থেকে জানানো হ্ শুভেন্দুর উপর ক্ষুব্ধ পুরো নন্দীগ্রামবাসী। আর তার প্রতিফলনই এটা।
ঘটনার প্রসঙ্গে এক বিজেপি নেতা জানান, “ওই এলাকায় এক কর্মীর বাড়িতে পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু। তিনি ফিরে যাওয়ার সময়ই আচমকা এক দল মহিলা নিয়ে এসে বিক্ষোভ দেখায় শাসকদল। অতর্কিতে শুভেন্দুর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন তাঁরা।” আরেক স্থানীয় বিজেপি নেতা জানান, “এক সময় সিপিএম চেষ্টা করেছিল শুভেন্দুকে আটকাতে। এখন তৃণমূল চেষ্টা করছে। এ ভাবে শুভেন্দুকে কেউ আটকাতে পারবে না।”