
সোমনাথ দত্ত, মালবাজার : পানীয় জলের সংকটে সাধারণ মানুষ। মাল মহকুমার বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অধীন ওয়াসাবাড়ি চা বাগানের কলাগাইতি ডিভিশনের লিস নদীর পাশে এই জলসা বস্তি। এখানে প্রায় শতাধিক পরিবারের বাস, যাদের জীবিকা বলতে কৃষিকাজ ও পশুপালন, কেউ কেউ আবার চা বাগানের অস্থায়ী শ্রমিক। এই এলাকার পানীয় জলের একমাত্র ভরসা হলো স্থানীয় পঞ্চায়েতের দ্বারা নির্মিত এক রিগ বোর ওয়েল। প্রায় মাস দুই ধরে তা সম্পূর্ণ বিকল হয়ে রয়েছে। এমতবস্থায় এলাকার সাধারণ মানুষ চরম দুর্দশার মধ্যে পড়েছেন। এলাকার বাসিন্দা সুনিতা টোপ্পো জানান, একমাত্র পানীয় জলের নলকূপ খারাপ থাকার দরুণ সাধারণ মানুষকে অনেক দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে। এখন লক ডাউন চলার জন্য যানবাহন বন্ধ। ফলে ব্লক অফিসে যাওয়া যাচ্ছে না। এমতবস্থায় সংবাদপত্র ও টিভি চ্যানেল এর মাধ্যমে ব্লক প্রশাসন ও মহকুমা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা হচ্ছে। এ প্রসঙ্গে মাল ব্লক প্রশাসনে যোগাযোগ করলে জানা যায় লক ডাউনের কারণে নলকূপ সারাইয়ের মিস্ত্রি পাওয়া যায় নি, তবে দ্রুততার সাথে নলকূপ সারাইয়ের বন্দোবস্ত করা হবে।