
নিজস্ব সংবাদডাটা, বারোবিশা, ৫ই এপ্রিল, ২০২০ : স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন এর বারবিশা শাখার সদস্যরা আজকে রাতে ভবঘুরেদের কাছে খাবার পৌঁছে দিলেন।
আজকে রাতের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বারবিশা বট তলার বাসিন্দা বিকাশ সাহা । পেশায় একজন মুড়ি মিল মালিক। মোট চল্লিশ জনের খাবার দেওয়া হয়। ওনাকে বিডিও টিম কুর্নিশ জানায়।
সারা বছরই ব্লাড ডোনার অর্গানাইজেশন এর বিভিন্ন রকম কর্মকাণ্ড চলে। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল ‘বিডিও ফুড ATM’। যেখানে অনুষ্ঠান বাড়িতে খাবার বেচে গেলে তা স্বেচ্ছাসেবকরা দিয়ে থাকে অভুক্তদের হাতে।
জানা যায় যে, দেশে প্রত্যেক রাতে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন অভুক্ত থাকে। তাই স্বল্প পরিসরে হলেও এই ঘাটতি কিছুটা হলেও মেটাচ্ছে বিডিও তথা ব্লাড ডোনার অর্গানাইজেশনের রাতের খাওয়ানোর পরিষেবা বিডিও ফুড ATM-এর মাধ্যম্যে।
এই পরিষেবা কেবলমাত্র শারীরিক ও মানসিক ভারসাম্যহীন, বয়সের ভারে যারা কর্মক্ষমতা হারিয়েছেন, যাদের কেউ নেই, যারা প্রায় রাতে অভুক্ত ঘুমোয় তাঁদের জন্য।
প্