নিউজপিডিয়া ডেস্ক: দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেন সময়ের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার পর্যন্ত দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার সেই রেকর্ডও ভেঙে গেল শেষ ২৪ ঘন্টায়। ওই সময়ে মারন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬৫৪ জন। অপরদিকে শেষ ২৪ ঘন্টার নিরিখে গত শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৬০৮৮ জন।
ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ লক্ষ ২৫ হাজার ১০১ জন। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এ যাবৎ দেশে কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৩৭২০ জনের। তার মধ্যে শেষ ২৪ ঘণ্টায় ১৩৭ জনের মৃত্যু হয়েছে। মোট ৫১৭৮৪ জন করোনা লড়াইয়ে সুস্থ হয়েছেন। জানা গেছে, শেষ ৪ দিনে ২৫ হাজার করোনার কেস রেকর্ড করা হয়েছে।