নিউজপিডিয়া ডিজিটাল ডেস্ক: টিকটক নিয়ে ভারতে নানা মুনির নানা মত। একশ্রেণির মানুষ “বয়কট চায়না” জিগির তুলে এ দেশে টিকটক ব্যান করার দাবি তুলেছেন। তাঁদের তীব্র প্রতিবাদের পরও টিকটক ভারতের অন্যতম জনপ্রিয় মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোরের পাশাপাশি অ্যাপল অ্যাপ স্টোরেও এর জনপ্রিয়তা তুঙ্গে। এমনকি সোশ্যাল মিডিয়ায় নিজেদের জনপ্রিয়তা লাভের জন্য অনেক সংস্থা সেখানে অ্যাকাউন্ট খুলেছে। আর এখন ভারত সরকারও টিকটকের মাধ্যমে নানা কর্মসূচি ঘোষণা করছে। টিকটক বিতর্কের মাঝেই এবার নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট চিহ্নিত করলো ভারত সরকার।
জানা গিয়েছে, মাইগভ:ইন্ডিয়া নামে একটি অফিসিয়াল অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে ভিডিও শেয়ার করা হয়। এর মাধ্যমে সরকারের কার্যকলাপ বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করবে বলে দাবি করা হয়েছে। ইতিমধ্যে এই অ্যাকাউন্টে ৮ লাখের বেশি ফলোয়ার রয়েছে। তবে অনেকেই বুঝতে পারছেন না কোনটা আসল আর কোনটা নকল অ্যাকাউন্ট। এই সমস্যা দূর করার জন্য সরকারি অ্যাকাউন্টে ব্লু টিক ব্যাজ যুক্ত করা হয়েছে। পাশাপাশি এক বিবৃতিতে বলা রয়েছে, ” ভারত সরকারের নাগরিক ব্যস্ততার প্ল্যাটফর্ম”। এর মধ্যেই ওই প্রোফাইলে ৬.৩ মিলিয়ন লাইক পড়েছে।