সোমনাথ দত্ত, মালবাজার: মঙ্গলবার সকালে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এলাকায়। ঘটনা ঘটেছে মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অধীন লীস নদীর সেতুর কাছে। মৃত যুবকের নাম শিপ্রানুস ওরাওঁ (২৩)। মৃত যুবকটির বাড়ি এলেনবাড়ী চা বাগানের শিশু লাইন শ্রমিক মহল্লায় বলে জানা গেছে। এদিন সকাল ৯টা নাগাদ রেললাইন ধরে ধরে হেটে যাবার সময় শিয়ালদা থেকে আলিপুরদুয়ার গামী আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে।
চলমান ট্রেন পিছন থেকে শিপ্রানুসকে ধাক্কা মারলে রেল লাইনের পাশে ছিটকে পড়ে।ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থলে ছুটে আসেন রেলের পুলিশ কর্মীরা। তারাই মৃতের পরিবারকে খবর দেন। পরিবারের লোক আসার পর মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় রেল পুলিশ। এই ঘটনায় এলেনবাড়ী চা বাগানে শোকের ছায়া এসেছে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।