
দ্য থার্ড আই ডেস্ক : নতুন করে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩২। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে বুধবার সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দুশো পেরিয়েছে। বুধবার সকাল আটটায় দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ২১৩। এর মধ্যে ৩৭ জন সুস্থ হয়ে গিয়েছেন, মারা গিয়েছেন সাত জন। অর্থাৎ, এখনও অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬৯। এই সংখ্যাটি অবশ্য রাজ্যের দেওয়া অ্যাক্টিভ কেসের সংখ্যার থেকে অনেকটাই বেশি। কোন সংখ্যাটি সঠিক, এই নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে।