নিউজপিডিয়া ডেস্কঃ আসন্ন বাংলার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে দিনক্ষণও প্রকাশ হয়েছে। এখন শুধু প্রার্থী তালিকার অপেক্ষা। তবে এই মুহূর্তেও তারকা-শিল্পীদের রাজনীতিতে যোগদান অব্যাহত। এবার সংগীত জগতেও ফুটল ঘাসফুল। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সংগীত শিল্পী অদিতি মুন্সি। এদিন তৃণমূল ভবনে বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। দলে যোগ দিয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।
সারেগামাপা থেকেই ব্যাপক পরিচিতি লাভ করেন অদিতি মুন্সি। এরপর তাঁর জনপ্রিয় কীর্তন সংগীতের মাধ্যমেও সহজেই মানুষের মন জয় করে নেন তিনি। তাঁর গাওয়া কৃষ্ণকলি সিরিয়ালের গান “তোমরা কুঞ্জ সাজাও গো” গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
অদিতি মুন্সির পাশাপাশি আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন টেলি অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। এছাড়াও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ঊষা চৌধুরী। ভোজপুরী অভিনেতা-পরিচালক ধীরজ পন্ডিতও। সম্প্রতি তৃণমূলে একাধিক তারকা-শিল্পীরা যোগ দিচ্ছেন। গতকাল, বুধবারই তৃণমূলে যোগ দিয়েছেন টলি অভিনেত্রী সায়ন্তিকা। দলে যোগ দিয়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে মানুষের জন্য কাজ করার বার্তা দিয়েছেন। এর আগেও যোগ দিয়েছেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে সায়নী ঘোষ, খেলোয়াড় মনোজ তিওয়ারিও।