নিউজপিডিয়া ডেস্ক: উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ বাড়ি। বাড়িগুলোর গবাদি পশুগুলোও ভেসে গেছে বলে জানা গেছে। ঘটনাটি উত্তরাখণ্ডের মুন্সিয়ারের ছোরিবাগার গ্রামের। শনিবার রাত জুড়ে প্রবল বর্ষণের ফলে গোরি নদীর জল উপচে পড়েই এমন ঘটনা ঘটেছে।
পিথোরাগড় জেলা প্রশাসন জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া হয়েছিল। ক্ষতিগ্রস্থ লোকদের ত্রাণ সরবরাহ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও জানান হয়েছে যে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে যাওয়া হয়েছিল। প্রশাসন সেখানে রাতভর কাজ করেছেন। সেখানকার ক্ষতিগ্রস্থ রাস্তাগুলি স্বাভাবিক করতে দ্রুত একটি বেসরকারি জেসিবি কাজে লাগানো হয়েছে।