লোকেশ দেবনাথ, নদীয়া: লায়ন্স ক্লাব নবদ্বীপ শাখার উদ্যোগে ও নবদ্বীপ পৌরসভার সহযোগিতায় রবিবার দুপুরে নবদ্বীপ মহাশ্মশানে উদ্বোধন হল অত্যাধুনিক মানের শীততাপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার বিরাম কুটিরের। নবদ্বীপ ধাম যুগপুরুষ ভগবান শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হওয়ার সুবাদে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমানের নাদন ঘাট পূর্বস্থলী সহ দূর-দূরান্ত থেকে প্রতিদিন শতাধিক মরদেহ দাহ করার উদ্দেশ্যে নিয়ে আসা হয় এই মহাশ্মশানে। যার ফলে হাজার হাজার শ্মশান যাত্রীর সমাগম ঘটে শ্মশান চত্বরে।

কিছুদিন আগে পৌরসভার উদ্যোগে রানাঘাট কেন্দ্রের প্রাক্তন সাংসদ তাপস কুমার মন্ডলের সাংসদ তহবিলের অর্থে তৃতীয় বৈদ্যুতিক চুল্লি ও একটি পরিস্রুত ঠান্ডা পানীয় জলের মেশিন এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় শ্মশান প্রাঙ্গণে। এবার দূর-দূরান্ত থেকে আসা শ্মশান যাত্রীদের কথা মাথায় রেখে লায়ন্স ক্লাব নবদ্বীপ শাখার উদ্যোগে এইদিন উদ্বোধন হলো অত্যাধুনিক মানের শীততাপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার বিরাম কুটিরের। ফিতে কেটে বিরাম কুটিরের শুভ উদ্বোধন করেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভা প্রশাসক বিমান কৃষ্ণ সাহা।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ শাখা সহ লায়ন্স ক্লাবের রাজ্য ও সর্বভারতীয় শীর্ষ কর্তৃপক্ষবৃন্দ। সাধারণ শ্মশান যাত্রীদের কথা মাথায় রেখে লায়ন্স ক্লাবের উদ্যোগে সারা ভারতে এখনো পর্যন্ত এই নিয়ে মোট চারটি উন্নত মানের বিশ্রামাগার উপহার দিলেন লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ। তার মধ্যে পশ্চিমবঙ্গে এই প্রথম নবদ্বীপ ধাম মহাশ্মশানে তৈরি হলো বিরাম কুটির।বিশ্রামাগার প্রকল্পটি বাস্তবে রূপ দিতে নবদ্বীপ পৌরসভার মানবিক সহযোগিতায় স্বাভাবিকভাবেই আপ্লুত লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ। পাশাপাশি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিশ্রামাগার উপহার পেয়ে আনন্দিত স্থানীয় পৌর প্রশাসন থেকে শুরু করে সমগ্র নবদ্বীপবাসী।