বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: সোমবার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রথম ডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফের নতুন করে উদ্বোধন হল সুস্বাস্থ্য কেন্দ্র। সুস্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন করেন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি নুপুর বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন হলদিবাড়ি হাসপাতালের বিএমওএইচ ডা: তাপস কুমার দাস ও হুদুমডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্থানীয় পঞ্চায়েত সদস্য মনিন্দ্র নাথ রায় সহ হুদুমডাঙ্গা ডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য কর্মকর্তারা।

এবিষয়ে হলদিবাড়ি হাসপাতালের বিএমওএইচ ডা: তাপস কুমার দাস বলেন, আগের তুলনায় সাধারণ মানুষ এখন বেশি সুবিধা পাবে। যেমন, প্রেসার, সুগার, চোখের সমস্যা, হার্টের সমস্যা, ক্যান্সার সহ বিভিন্ন রকম রোগের চিকিৎসা হবে এই সুস্বাস্থ্য কেন্দ্রে।