নিউজপিডিয়া ডেস্ক : আজ ১ আগস্ট সাবেক ছিটমহলবাসীর সবথেকে খুশীর দিন। দীর্ঘ 68 বছর নরকীয় জীবন কাটানোর পর ভারতের 51 টি ছিটের মানুষজন গত 2015 সালের 31 শে জুলাই মধ্যরাতে ১২ টার সময় ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ছিটমহলবাসী ভারত ভুক্ত হয়। সেই দিন থেকে শুরু করে ১ লা আগস্ট ছিটমহলবাসী তাদের স্বাধীনতা দিবস পালন করে দেশীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। আজ শনিবার দিনহাটা 2 নং ব্লকের বামনার গ্রাম পঞ্চায়েতের পোয়াতুরকুটি সাবেক ছিটমহলের নিত্যানন্দ ক্লাব প্রাঙ্গণে পোয়াতুরকুটি গ্রামবাসির এবং নিত্যানন্দ ক্লাবের সহযোগিতায় নিত্যানন্দ ক্লাব প্রাঙ্গণে দেশীয় পতাকা উত্তোলন করে সাবেক ছিটমহলবাসীর ৬ তম স্বাধীনতা দিবস পালন করা হয়। ক্লাব সম্পাদক মুর্তাজা আলী বলেন ,আজকের দিন আমাদের জীবনের সবচেয়ে খুশির ও মূল্যবান দিন আমরা আজীবন স্মরণ করে চলবো এই খুশির দিনে ছিটমহলবাসী লাড্ডু বিতরণ করে সবাই মিষ্টিমুখ করেছে।পাশাপাশি নিত্যানন্দ ক্লাবের পক্ষ থেকে করোনা সচেতনতা এবং মাস্ক বিতরণ কর্মসূচি করা হয়।