নিজস্ব সংবাদদাতা,দিনহাটা: পালিত হলো দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট মধ্যরাতে ভারতের বিপ্লবীরা দেশের পতাকা উত্তোলন করে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিলেন। দিনহাটা ২নং ব্লকের বামনহাট গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটমহল পোয়াতুরকুটি এলাকায় নিত্যানন্দ ক্লাব প্রাঙ্গণে শনিবার দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস পালিত হয় দেশীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

ক্লাবের সম্পাদক মুর্তাজা আলী বলেন, অত্যন্ত গ্রামীণ এলাকার মানুষজনও স্বাধীনতা দিবস পালন করতে বদ্ধ পরিকর, তিনি আরো বলেন ছিটমহলের মানুষজন ১লা আগস্ট এবং ১৫ ই আগস্ট এই দুইদিন তাদের স্বাধীনতা দিবস পালন করতে বদ্ধ পরিকর। পাশাপাশি এই খুশির দিনে মিস্টি মুখ করা হয় গ্ৰামবাসীদের মধ্যে।