নিউজপিডিয়া স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (ACC U19 Asia Cup Final) জিতল ভারত (India vs Sri Lanka)। এই নিয়ে অষ্টমবার এই খেতাব জিতল টিম ইন্ডিয়া। যেভাবে এই টুর্নামেন্টে যশ ধুলের দল খেলেছে, তাতে করে তারাই যে চ্যাম্পিয়ন হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিতই ছিল। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেটাই প্রমাণিত হল। দুরন্ত ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এসিসি-র শো-পিস ইভেন্ট ফের একবার জিতে নিল ভারত।
এদিন টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারতীয় বোলাররা শ্রীলঙ্কাকে ১০৬/৯ তে বেঁধে রাখে। ভিকি ওস্টওয়াল একাই তুলে নেন তিন উইকেট। কৌশল তাম্বে পান দুই উইকেট। রবি কুমার, রাজ্যবর্ধন হাংগর্গেকর ও রাজ বাওয়ারা পান একটি করে উইকেট। শ্রীলঙ্কার একজন ব্যাটারও ২০ রানের গণ্ডি স্পর্শ করতে পারেননি ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে। এরপর দুবাইয়ে বৃষ্টির দাপটে দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। ডাকওয়ার্থ-লুইস নিয়মে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারতের টার্গেট দাঁড়ায় ৩৮ ওভারে ১০২। অঙ্গক্রিশ রঘুবংশী (৬৭ বলে ৫৬) ও শেক রশিদের (৪৯ বলে ৩১) ব্যাটে ভারত অনায়াসে ৬৩ বল বাকি থাকতেই ৯ উইকেট হাতে রেখে খেতাব জিতে নেয়।