- নিউজপিডিয়া ডেস্ক, ১৫ জুনঃ করোনা আবহের মাঝেই নেপাল, পাকিস্থান ও চিনের সঙ্গে লড়াই চলছে ভারতের। কখনও জমি, আবার কখনও অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে। এবার মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গদকারি। রবিবার তিনি বলেন, “ভারত চীন ও পাকিস্থানের জমি চায় না, বরং শান্তি চায়।”
গুজরাটে ‘জন সম্বড়’ র্যালিতে অংশ নিয়ে তিনি বলেন, “ভারত সবসময় শান্তি ও অহিংসায় বিশ্বাসী। ভারত কখনই ঝামেলা চায় না।” তিনি জানান, প্রতিবেশী দেশ ভুটান ও বাংলাদেশের সীমান্ত জমি কখনই ভারত কেড়ে নেওয়ার চেষ্টা করে না। পাশাপাশি তিনি করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, “এই মহামারি আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠব। শীঘ্রই ভ্যাকসিন আসতে চলেছে।”
গদকারি বলেন, “ভারত চীন বা পাকিস্থানেরও জমি চায় না। সমগ্র ভারত চায় শান্তি, ভালবাসা ও একতার সঙ্গে অন্য দেশের সঙ্গে কাজ করতে।” লাদাখ সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে তরজায় তিনি একথা বলেন। মোদি সরকারের দ্বিতীয় দফার একবছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, এই সরকারের লক্ষ্য হল দেশের মধ্যে ও দেশের বাইরে ঝগড়া মিটিয়ে শান্তি বজায় রাখা।
মারাঠি লেখক শিবাজি সাওয়ান্তের ‘মৃত্যুঞ্জয়’ কাব্যগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “যারা শক্তিশালী তারাই একমাত্র শান্তি ও অহিংসা স্থাপন করতে পারে।”